বেশ কয়েকদিন ধরেই বেশ আলোচনায় রয়েছেন বলিউড অভিনেত্রী ও আইটেম গার্ল রাখি সাওয়ান্ত। । স্বামী আদিল খানের বিরুদ্ধে আগেই মারধর, বিকৃত যৌনাচার, চুরির মতো অভিযোগ এনেছিলেন রাখি। আরেকবার ফের দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে তার অভিযোগ, ‘নগ্ন ভিডিও’ শুট করে তা মোটা টাকার বিনিময়ে বিক্রি করেছে। 

 


ভারতীয় গণমাধ্যম ই-টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাখি বলেন, ‘আমার নগ্ন ভিডিও শুট করেছে আদিল, সেগুলো বেচেছে। আমি সাইবার ক্রাইমে সেই নিয়ে অভিযোগ জানিয়েছি’। 

আদালত চত্বরে রাখি আরও বলেন, ‘আমি একটা জীবন্ত লাশ। আমি একটুও খুশি নয় আদিল জেলে গেছে বলে। কী জন্য খুশি হব? আমি তো বিয়ে করেছিলাম সংসার করব বলে, মা হতে চয়েছিলাম। কিন্তু আট মাস ধরে আমি যা সহ্য করেছি তা ভাষায় প্রকাশ করতে পারব না।’ তনু চান্দেল নামে একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছিলেন আদিল, সেই অভিযোগও রয়েছে রাখির।


৬ই ফেব্রুয়ারি আদিলের নাম থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাখি। একাধিক অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছিল আদিলকে। গত বুধবার আদালতে তোলা হলে আদিলকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৮


সূত্র : আমদের সময়