সিলেট নগরীর আখালিয়া নতুন বাজারস্থ জামেয়া দারুন কোরআন নূরানিয়া ও হাফিজিয়া মাদ্রসা কতৃক যুক্তরাজ্য ব্রেডফোর্ড বিএনপির সাবেক সভাপতি সমাজ সেবক শিক্ষানুরাগী এম এ রউফ তালুকদার'কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার রাতে মাদ্রসার একটি হল রুমে সংবর্ধনা প্রদান করা হয়।
জামেয়া দারুন কোরআন নূরানিয়া ও হাফিজিয়া মাদ্রসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা ইসা সালমান খান এর সভাপতিত্বে ও মাদ্রসার শিক্ষক হাফেজ শুয়াইব রহমানের পরিচালনায় সংবর্ধনা সভায় সংবর্ধীত অতিথি যুক্তরাজ্য ব্রেডফোর্ড বিএনপির সাবেক সভাপতি সমাজ সেবক প্রবাসী এম এ রউফ তালুকদার বলেন, শিক্ষা জাতীর মেরুন্ড। শিক্ষা ছাড়া কোন দেশ বা জাতি উন্নতির শিখরে আরোহন করতে পারেনা। শিক্ষা এমনই এক শক্তি যা মানুষের অন্তরকে করে আলোকিত, বিবেককে করে জাগ্রত। আর উন্নত শিক্ষার জন্য দরকার ভালো শিক্ষা প্রতিষ্ঠান। জাতির মানস-গঠনে ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।
তিনি আরও বলেন, অগ্রগতিতে এগিয়ে যাওয়া দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া দারুন কোরআন নূরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা পরিচালনায় সব সময় নিজেকে সম্পৃক্ত রাখব।
তিনি দ্বীনি প্রতিষ্ঠানে অন্যান্য প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন- প্রবাসী নুরুল আমিন, প্রবাসী চুনু মিয়া, মকদুস আলী তালুকদার, মুরব্বী আব্দুল সাত্তার, ব্যবসায়ী আনোয়ার মিয়া, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রবাসী সুরুক মিয়া তালুকদা, প্রবাসী আবুল বসর তালুকদার, ওয়াকিল আলী, সায়াদ মিয়া, আবু তাহির, দুলাল মিয়া, সাংবাদিক শাহীন আহমদ, মসজিদ কমিটির সভাপতি আব্দুল আহাদ, সাবেক সভাপতি আব্দুল মান্নান, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান খান, সদস্য রহিম মিয়া, ব্যবাসয়ী বাবুল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্টানে জামেয়া দারুন কোরআন নূরানিয়া ও হাফিজিয়া মাদ্রসার পক্ষ থেকে সংবর্ধিত প্রবাসীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়।
পরিশেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শুয়াইব আহমদ ইমাম ও খতিব জালালাবাদ জামে মসজিদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪