হবিগঞ্জে ইয়াবাসহ আছমা বেগম (৪০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে ডিবি পুলিশ।
 

শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
 


এসময় তার কাছ থেকে ১শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আছমা বেগম শহরতলীর বড় বহুলা গ্রামের বাছির মিয়ার স্ত্রী। তারা শহরের শায়েস্তানগর পইল রোড এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতো।
 

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ডিবি পুলিশের (ওসি) শফিকুল ইসলাম জানান, আটককৃত নারী দীর্ঘদিন যাবত মাদক কেনা বেচার সাথে জড়িত। মাদক কেনা বেচার সময় হাতেনাতে ১শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। দুপুরে তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
 


সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-০১