বসন্তের পহেলা দিনে সুনামগঞ্জের তাহিরপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে বসন্তকে স্বাগত জানিয়েছে হাজারো নারী-পুরুষ।
 

গান, নাচ, কবিতা আর মনোজ্ঞ সাংস্কৃতিক আয়েজনের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করেন তাহিরপুরের শিমুল বাহানে আসা নানা বয়সী পর্যটক ও দর্শনার্থীরা।


বাঙ্গালী সংস্কৃতি আর ঐতিহ্যের লালন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তাকে স্বাগত জানান তারা।

জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয় জয়নাল আবেদীন শিমুল বাগানে। সকালে বসন্তের উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি), তাহিরপুর উপজেলা নির্বনহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন, শিমুল বাগানের সত্ত্বাধিকারী রাকাব উদ্দিন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রাজু।
 

শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেলের সঞ্চালনায় বসন্ত উৎসবে জেলা শিল্পকলা একাডেমির ৮ উপজেলার ২০০ শিল্পীবৃন্দ বিভিন্ন পরিবেশনা অংশগ্রহণ করেন। এসময় মনোজ্ঞ লোক সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন ও কবিতা পরিবেশন করেন অংশগ্রহণকারীরা। সুর ও নৃত্যের তালে তালে মুখরিত হয় যাদকাটা নদী আর শিমুল বাগান। বিকালে বাউল শিল্পীদের পরিবেশেনায় বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেন সংশ্লিষ্টরা।
 

এদিকে ফাল্গুনের প্রথম দিনে জয়নাল আবেদীন শিমুল বাগানে দর্শনার্থীর ঢল নামে। দিনটিকে উপভোগ করতে দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। ফুল আর বাসন্তী সাঁজে সজ্জিত  নানা বয়সী নারীপুরুষ। প্রকৃতির রক্তিম আভায় প্রিয়জনদের নিয়ে বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস উদযাপন করতে পেরে আনন্দিত পর্যটকরা। তবে দুর্গম যাতায়াত ব্যবস্তা ও পর্যটন উপযোগী সুযোগ সুবিধার অভাবের কথা জানিয়েছেন আগত পর্যটকরা। পর্যটন বিকাশে সুযোগ সুবিধা বাড়াতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্শন করেছেন তারা।
 

রাহুল আহমদ নামের এক পর্যটক জানান, আমি ময়মনসিংহ থেকে এসেছি। অসাধারণ সুন্দর যায়গায়। শিমুল বাগানে মনে হচ্ছে আগুন ঝড়ছে। যা ভাষা প্রকাশ করার মতো নয়।

ইয়াছমিন নামের আরেকজন বলেন, আমি আমার স্বামী সন্তানদের সাথে এসেছি। নাচে গানে দিনটি উপভোগ করেছি। অন্যরকম দিন ছিল এটি। তবে যাতায়াত ব্যবস্থা খুব নাজুক। পর্যটন বিকাশে প্রশাসন এটি নজর দিতে হবে।
 

জেলা প্রশাসক দিদারে আলম মাকসুদ চৌধুরী বলেন,  বসন্তের আগমনী বার্তা যাতে দেশবাসীর জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে সেই জন্যে নানা আয়োজনের মধ্যদিয়ে আমরা বসন্তকে স্বাগত জানিয়েছি। শিমুল বাগান সহ তাহিরপুরের পর্যটন এলাকাকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে। পর্যটন বান্ধব সকল সুযোগ সুবিধা বাড়াতে প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে।
 

পর্যটকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলে জানা তিনি।
 


সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-১৯