সিলেট নগরীর টিবি গেইট, শাহী ঈদগাহতে অবস্থিত আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে মঙ্গলবার আরটিএম একেটিইউ কালচারাল ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব ১৪২৯ পালন করা হয়।
বসন্ত উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবু নাসের জাফর উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ এর ম্যানেজিং ট্রাস্টি ড. আহমদ আল ওয়ালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. তোফায়েল আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. এস. এম. ফরিদুল ইসলাম লতিফী এবং ছাত্র কল্যাণ বিষয়ক উপদেষ্টা মাজেদ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাইদ মোহাম্মদ আব্দুল্লাহ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো: আব্দুল আওয়াল আনসারী, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নুসরাত রিকজা।
ফ্যাশন ডিজাইন বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও আরটিএম একেটিইউ কালচারাল ক্লাবের উপদেষ্টা মুশিবা সম এর পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএসই বিভাগের প্রভাষক ও আরটিএম একেটিইউ কালচারাল ক্লাবের সহযোগী উপদেষ্টা রাশা ইফফাত হেলমি।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৩