দুই দিনের সরকারি সফরে শনিবার সিলেট আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
শনিবার ( ১৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় একটি বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বেলা দেড় টায় জাফলংয়ে চলমান সরকারী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করবেন।
বিকাল ৩ টায় আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সন্ধ্যা ৬ টায় রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মধ্য জাফলং ইউনিয়ন আওয়ামীলীগ কতৃক আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির সরকারি সফরসূচি নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যাক্তিগত কর্মকর্তা সাইফুল ইসলাম।।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০২