সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন উপজেলা তাতীলীগের আহবায়ক আতিকুর রহমান মিঠু।
কিন্তু শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত থেকে সরে দাড়ালেন তিনি।
বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে তিনি জানান, এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নিচ্ছেন না তিনি।
অন্যদিকে তার এই ঘোষণায় নৌকা প্রতীক পাওয়া জুনেদ আহমেদের পালে লেগেছে সুবাতাস।
সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/ইআ-০৪