যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির আলাবামা অঙ্গরাজ্যে বুধবার ব্যস্ত সড়কের মধ্যে হেলিকপ্টারটি আছড়ে পড়ে। এটি ইউএইচ-৬০ ব্ল্যাক হক মডেলের। এতে হেলিকপ্টারে থাকা দুই আরোহী নিহত হন। আশেপাশের সিসিটিভি ক্যামেরাগুলোতে দুর্ঘটনার একাধিক ভিডিও রেকর্ড হয়েছে। এসব ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে গেছে। 


ভিডিওতে দেখা যায়, একটি ব্ল্যাক হক হেলিকপ্টার সড়কে আছড়ে পড়তেই চারদিকে কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আছড়ে পড়ার আগে হেলিকপ্টার থেকে কোনো ধোঁয়া উড়ছিল না। হেলিকপ্টারে মধ্যে এসময় দু’জন আরোহী ছিলেন, যাদের সবাই মারা গেছেন। এখনও মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে কি কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়লো তা জানতে আরও সময় অপেক্ষা করতে হবে। 


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুপুর সাড়ে তিনটার দিকে হঠাৎ বিকট একটি বিস্ফোরণের শব্দ কানে আসে।

এর কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন স্থানীয়রা। দ্রুত এমার্জেন্সি রেসপন্স টিমের একাধিক গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। মার্কিন রিপ্রেজেন্টেটিভ ডল স্ট্রং টুইট করে বলেন, ম্যাডিসন কাউন্টিতে যে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে, তাতে আমি অত্যন্ত দুঃখিত। এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।

উল্লেখ্য, ব্ল্যাক হক হেলিকপ্টারগুলোর একের পর এক ক্রাশের কারণে ২০২১ সালে এ নিয়ে একটি তদন্ত চালু হয়। তবে এসময় মার্কিন সেনাবাহিনী দাবি করে যে, অন্য যে কোনো আর্মি হেলিকপ্টার থেকে এই মডেলের দুর্ঘটনার হার কম। ১৯৭৯ সালে প্রথম এই মডেলটি সার্ভিসে যুক্ত করা হয়েছিল। একাধিক দুর্ঘটনার পর ২০২০ সালে ইসরাইল তার সকল ব্ল্যাক হককে অবসরে পাঠিয়ে দেয়।

 

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৪


সূত্র : মানবজমিন