বাংলাদেশ গাউসিয়া কমিটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে।
 

শনিবার সকাল সাড়ে ১১টায় বালিয়াটিলা সুন্নি মাদ্রাসায় সংগঠনের কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
 


বাংলাদেশ গাউসিয়া কমিটি কুলাউড়া শাখার সহ সভাপতি অধ্যক্ষ আব্দুর রহিম খানের সভাপতিত্বে ও মাও: সাইফ উদ্দিন সংগ্রামীর পরিচালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গাউসিয়া কমিটি মৌলভীবাজার জেলার সভাপতি দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক কাজী মো. কুতুব উদ্দিন, এডভোকেট আব্দুল কায়ুম চৌধুরী, গাউসিয়া কমিটি কুলাউড়া শাখার সাধারণ সম্পাদক মাও: মোজাইদ আহমদ, সাংবাদিক জয়নাল আবেদীন ও বালিয়াটিলা সুন্নি মাদ্রাসার সুপার শেখ নোমান আহমদ আলকাদেরী।
 

এছাড়াও উপস্থিত ছিলেন- মাও: শিব্বির আহমদ, মাও: শেখ ছায়াদ আহমদ, মাও: আব্দুস শহীদ, লাল মিয়া, আব্দুল বাছিত, আব্দুল মতিন, আব্দুল খালিক প্রমুখ।
 

সম্মেলনে গাউসিয়া কমিটির মো. জয়নাল আবেদীন সভাপতি, আব্দুল খালিক সাধারণ সম্পাদক, মাও: হাসেম রেজা সাংগঠনিক সম্পাদক, মামুন আহমদ অর্থ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট হাজীপুর শাখায় গাউসিয়া কমিটি গঠন করা হয়।
 

অন্যান্যরা হলেন, সহ সভাপতি আব্দুল মতিন, লাল মিয়া, ড. আব্দুল বাছিত আনার, আব্দুল মুকিত, আব্দুর রহিম, সহ সাধারণ সম্পাদক আক্কাস আলী, এ এইচকে পলাশ, সহ সাংগঠনিক সম্পাদক আপ্তাব আলী, দাওয়াতুল খায়ের সম্পাদক মাও: হাফেজ তারেক আহমদ, প্রচার সম্পাদক আব্দুল গফুর কুটন, সাংস্কৃতিক সম্পাদক মাও সায়েদ আল কাদরী, দপ্তর সম্পাদক সাইফুর রহমান ও সদস্য আব্দুল কালাম, জুবায়ের আহমদ জুবেল, আব্দুল করিম, তুয়েল চৌধুরী, জয়নাল উদ্দিন, আব্দুল মালিক, এমরান আলী প্রমুখ।
 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-১৮