সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইমাম ও খতিব মাওলানা হারুন অর রশিদ বলেছেন, রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণেই মানবজাতির কল্যাণ নিহিত। আল্লাহ তায়ালা মানবজাতির প্রতি করুণা করে রাসুল (সা.)-কে পাঠিয়েছেন। তাই তাঁর আগমনে যেমনি খুশি হওয়া উচিত, তেমনই তাঁর আদর্শ অনুসরণ করে আমাদের পথ চলার পাথেয় সংগ্রহ করতে হবে।
সিলেট সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুসলিম শিক্ষকদের উদ্যোগে আয়োজিত 'বার্ষিক মিলাদ ও পবিত্র মেরাজুন্নবী (সা.)'-এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বন্দরবাজারস্থ দূর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক মিলাদ মাহফিল আয়োজক কমিটির আহবায়ক, ধুপাগুল সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট এ.কে.এম সাইফুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিস সিলেট বিভাগের শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, সিলেট জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমেদ চৌধুরী, ফরিদ উদ্দিন আহাম্মদ, সিলেট সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, সিলেট পিটিআইয়ের ইন্সট্রাক্টর মো. খসরুজ্জামান, ইউআরসি, সিলেট সদর-এর ইনস্ট্রাক্টর এ কে এম আনিসুজ্জামান ভূঁইয়া, সিলেট সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মো. ফারুকুল ইসলাম, বিশ্বনাথ উপজেলার সহকারী শিক্ষা অফিসার সোহেল রানা, গোয়াইনঘাট উপজেলার সহকারী শিক্ষা অফিসার আশরাফুল আলম প্রমুখ।
শফিক-রফিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আতাউর রহমান, কুদরত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই ও নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মালিক রাড়ি এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মুকিত। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক মামুন, শাহজালাল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুবায়ের আহমদ। মিলাদ পরিচালনা করেন নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা বুরহান উদ্দিন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন- প্রধান শিক্ষক সেগুপ্তা কানিজ আক্তার, আবুল হোসেন, মো. সায়েদুল হক, এখলাছুর রহমান, আমিনুর রহমান, নাছিমা চৌধুরী, সাজেদা বেগম, খাদিজা বেগম, হোসনে আরা সুলতানা, মার্জিনা আক্তার, আলা উদ্দিন মানিক, মো. গোলাম সরোয়ার, লুৎফুর রহমান, তবারক আলী, শেহরান কবির, শহিদুল ইসলাম, নাজমা খানম, নুরুল হক, সহকারী শিক্ষকদের মধ্যে শামীম আহমদ, রাশেদ নেওয়াজ, আল আমিন, হাসান ইমরান, সেলিম আহমদ, বুলবুল আহমদ, আরিফুর রহমান, হেলাল উদ্দিন, আব্দুল বাছিত, উম্মে কুলসুম মনোয়ারা, আরিফুল ইসলাম, কফিল উদ্দিন, টিপু সুলতান, রহমত উল্লাহ, ওলিউর রহমান, এহতেশামুল হক, আবু সাঈদ প্রমুখ।
অনুষ্ঠানে সিলেট সদর উপজেলার অন্যান্য প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া আলোচনা সভা উপলক্ষে অনুষ্ঠিত হয় ক্বিরাত, হামদ-নাত এবং ইসলামিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২