ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুলাউড়ার রবিরবাজার আউটলেট শাখা সিলেট জোনে 'বেস্ট পারফর্মার' হিসেবে পুরস্কৃত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সিলেট শহরস্থ একটি অভিজাত হোটেলে ইসলামী ব্যাংকের 'ব্যবসা উন্নয়ন সম্মেলনে' রবিরবাজার আউটলেট শাখাকে বেস্ট পারফর্মার হিসেবে পুরস্কৃত করা হয়।
পুরস্কার হিসেবে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খানের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন রবিরবাজার আউটলেট শাখার ইনচার্জ মো. জাকির হোসেন।
ইসলামী ব্যাংকের ডেভেলপমেন্ট উইং প্রধান ও এসইভিপি মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
বিশেষ অতিথি ছিলেন- অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান ও ইভিপি এ.কে.এম মাহবুব মোরশেদ।
স্বাগত বক্তব্য দেন সিলেট জোন প্রধান ও ইভিপি মুহাম্মদ নুরুল হক।
সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীগণ, কুলাউড়া শাখা প্রধান মুহাম্মদ আনসার উদ্দিনসহ জোনের অধীনস্থ ২২টি শাখার ব্যবস্থাপকবৃন্দ ও ১৫০টি এজেন্ট আউটলেট শাখার সত্ত্বাধিকারীরা অংশগ্রহণ করেন।
বেস্ট পারফর্মারের পুরস্কার পেয়ে রবিরবাজার আউটলেট শাখার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, টানা চতুর্থবার এই গৌরবময় অর্জনকে আমাদের গ্রাহক-শুভাকাঙ্ক্ষীদের প্রতি উৎসর্গ করছি। ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং, ডিপোজিট মবিলাইজেশন ও কন্ট্রিভিউশন টু ব্যাংক ইনকাম এই তিন ক্যাটাগরিতে সিলেট জোনের মধ্যে রবিরবাজার আউটলেট শাখাকে পুরস্কৃত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-২৩