মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় জিন্দাবাজারস্থ সহির প্লাজার সামনে থেকে প্রভাতফেরী করবে সিলেট জেলা বিএনপি। প্রভাতফেরীটি জিন্দাবাজার থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সমাপ্ত হবে।
উক্ত কর্মসূচিতে সিলেট জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
অনুরূপ ভাবে সিলেট জেলা বিএনপির প্রতি ইউনিকেও যথাযত মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার জন্য আহবান জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-১৩