আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা আয়োজন করেছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়।


মঙ্গলবার শিক্ষার্থীদের প্রানবন্ত উপস্থিতি ও প্রতিযোগিতায় অংশ করে দিবসটি পালন করেছেন।



প্রতিযোগিতায় প্রাক প্রাথমিকে ছড়ায় প্রথম স্থান অর্জন করেছেন হাবিবা জান্নাত,২য় স্থান আদিল হোসেন,৩য় স্থান আবরার হোসেন, বিশেষ রামিশা ছড়া গানে প্রথম স্থান অর্জন করেছেন হাবিবা জান্নাত, ২য় তানিশা হোসেন,৩য় ফারিহা  জান্নাত নূরী,বিশেষ আদিল হোসেন।


আবৃত্তি প্রথম শ্রেনীতে প্রথম স্থান অর্জন করেছেন আহমাম জিন্দানী যায়ান, ২য় স্থান মো. ইবাদুর রহমান, ৩য় স্থান রাইহান ইসলাম প্রথম শ্রেনীতে নান্দনিক হাতের লেখায় প্রথম স্থান অর্জন করেছেন সামারা হোসাইন, ২য় স্থান নাফিজ আহমেদ, ৩য় স্থান মো. ইবাদুর রহমান চিত্রাঙ্কনে প্রথম স্থান অর্জন করেছেন সামারা হোসাইন, ২য় স্থান নাফিজ আহমেদ, ৩য় স্থান ইবাদুর রহমান।


২য় শ্রেনীতে চিত্রাঙ্কনে প্রথম স্থান অর্জন করেছেন সিদ্দিকা জান্নাত,২য় স্থান আমিনা জান্নাত, ৩য় স্থান আরিফা জান্নাত,বিশেষ শেখ তাওহিদ আমিন কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেছেন আরিফা জান্নাত, ২য় স্থান শেখ সায়মন আহমেদ, ৩য় স্থান সিদ্দিকা জান্নাত।


নান্দনিক হাতের লেখায় প্রথম স্থান অর্জন করেছেন শেখ সায়মন আহমেদ, ২য় স্থান তাওহিদ আমিন, ৩য় স্থান আমিনা জান্নাত।


তৃতীয় শ্রেনীতে নান্দনিক হাতের লেখায় প্রথম স্থান অর্জন করেছেন রামিশা  তাহসীন, ২য় স্থান সিনথিয়া আফরিন সাইমা, ৩য় স্থান নাদিয়া চিত্রাঙ্কনে প্রথম স্থান অর্জন করেছেন রামিশা তাহসীন, ২য় স্থান ফেরদৌসী জান্নাত, ৩য় স্থান সিনথিয়া আফরিন।


চতুর্থ শ্রেনীর চিত্রাঙ্কনে প্রথম স্থান অর্জন করেছেন সাবিহা হোসাইন, ২য় স্থান হোসনে আরা, ৩য় স্থান রুহী আক্তার।


পঞ্চম শ্রেণীতে চিত্রাঙ্কনে প্রথম স্থান অর্জন করেছেন মরিয়ম আক্তার, ২য় স্থান নুসরাত জান্নাত, ৩য় স্থান  সুরাইয়া আক্তার।


পঞ্চম ও চতুর্থ শ্রেনীতে রচনা প্রতিযোগিতায় ১ম স্থান  নুসরাত জান্নাত নিশাত ২য় স্থান সাবিহা হোসাইন অর্জন করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তোলে দেন সমাজ সেবক আবজাল হোসাইন, উপস্থিত ছিলেন হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উদ্দিন ও সকল শিক্ষক, শিক্ষিকাবৃন্দ, সদস্য আবুল কালাম, স্থানীয় মুরব্বি তেরা মিয়া, সমাজকর্মী সেলিম আহমেদ, সাহেল আহমেদ প্রমুখ। 

সিলেটভিউ২৪ডটকম/ফরিদ/ইআ-১৪