সিলেটের ওসমানীনগরে এডুকেশন ডোরওয়ে, এডভান্স ক্যারিয়ার ও ইংলিশ মেন্টরের উদ্যোগে 'ইউকে এডুকেশন ফেয়ার-২০২৩' সম্পন্ন হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার গোয়ালাবাজারের একটি অভিজাত রেষ্টুরেন্টে উক্ত এডুকেশন ফেয়ারে এলাকার সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এতে শিক্ষার্থীদের কাউন্সিলিং করেন এডুকেশন ডোরওয়ের পরিচালক তারেক আজিজ খান, প্রিন্সিপাল কনসালটেন্ট এমদাদুল করিম চৌধুরী আহমেদ, ইংলিশ মেন্টরের পরিচালক আব্দুল আলিম সুহেল, এডভান্সড ক্যারিয়ারের জিএম মোঃ শফিক, এডমিশন অফিসার সিরাজুল ইসলাম চৌধুরী হিমেল, শায়খুল ইসলাম, ইংলিশ মেন্টরের পরিচালক নাহিদ রহমান, রিলেশনশিপ অফিসার নুসরাত জাহান মৌসুমী, রিসিপশনিস্ট জাবেদ আহমেদ।
এডুকেশন ডোরওয়ের প্রিন্সিপাল কনসালটেন্ট এমদাদুল করিম চৌধুরী তার বক্তব্যে বলেন, বাংলাদেশের যে সব শিক্ষার্থীরা যুক্তরাজ্যর বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আগ্রহী আমরা তাদের নিয়ে কাজ করছি। আর এই ফেয়ারের মাধ্যমে আমরা তাদের ইউকে'তে উচ্চ শিক্ষার সুযোগ ও পরিধি সম্পর্কে পরিপূর্ণ ধারণা এবং বৃত্তিসহ পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির যাবতীয় তথ্য প্রদান করেছি।
এডুকেশন ডোরওয়ের পরিচালক তারেক আজিজ বলেন, মূলত আমাদের দেশের শিক্ষার্থীদের অনেকে বিদেশে যাওয়ার আগে নানান ধরনের সিদ্ধান্তহীনতা ও অনিশ্চয়তায় ভোগে থাকেন। শিক্ষার্থীরাও তাদের পছন্দমতো কোর্স ও স্কলারশিপ নিয়ে সরাসরি কথা বলতে পেরেছে।
সিলেটভিউ২৪ডটকম/রনিক/এসডি-১৭