আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা আইনজীবী সমিতি। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অশোক পুরকায়স্থ এডভোকেট, সহ সভাপতি-০১ এডভোকেট কামাল হোসেন, সহ সভাপতি-০২ এডভোকেট মোঃ আব্দুর রহিম, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল), যুগ্ম সম্পাদক-০১ এডভোকেট মোহাম্মদ সলমান উদ্দিন, যুগ্ম সম্পাদক-০২ এডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান, সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ মতিউর রহমান, সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ তানভীর আহমদ, লাইব্রেরী সম্পাদক এডভোকেট রঞ্জু দেবনাথ, সহ-সম্পাদক এডভোকেট নাদিম রহমান, এডভোকেট মোহাম্মদ তোফায়েল আহমদ ও এডভোকেট এ.এইচ.এম. ওয়াসিম এবং কার্যনির্বাহী কমিটির সদস্যগণসহ সমিতির শতাধিক বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-৭