আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে নৌকার মনোনয়ন চাইবেন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। বুধবার (২২ ফেব্রুয়ারি) কানাইঘাট মাদরাসার বিশাল ইসলামি সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যকালে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশার কথা তিনি ব্যক্ত করেন।
রানা বলেন, ২০১৪ সালে কানাইঘাটের প্রতিটি মানুষ আমাকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করেছিল,নির্বাচিত হওয়ার পর আলেম-ওলামার পরামর্শ নিয়ে মসজিদ,মাদরাসার উন্নয়নে সবসময় আমি পাশে ছিলাম। বর্তমানে অবহেলিত সিলেট-৫(কানাইঘাট-জকিগঞ্জের) উন্নয়নে কাজ করতে চাই। আগামী সংসদ নির্বাচনে সিলেট-৫ আসন থেকে সকলের দুআ এবং ভালোবাসা নিয়ে মনোনয়ন নিতে চাই। তবে আওয়ামী লীগ থেকে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন না দিয়ে যাকে মনোনয়ন দিবেন তার সাথে আমি থাকবো।
বক্তব্যে রানা আরো বলেন,আগামী সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারকে নৌকার মাঝি না দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।
সিলেটভিউ২৪ডটকম/রশিদ/ইআ-০৬