ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় নগরীর শহীদ সুলেমান হলে মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে" এই পতিপাদ্যকে সামনে রেখে এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি নজির আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারি মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান।
সম্মেলনে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সিলেট জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী ২০২৩ ও ২০২৪ সনের নতুন কমিটির সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন এবং দ্রæত সময়ের মধ্যে সিলেট জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, বিএনপি সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ুম, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সেক্রেটারি মাওলানা ইমরান আহমদ, বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগর দফতর সম্পাদক জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন, ফজলুল হক, মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, মাওলানা আসাদ উদ্দিন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-২৬