সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদ।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় নগরীর উপশহরস্থ কমিশনার কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফকে বিদায় জানাতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, সহ সভাপতি আহমেদ ফুয়াদ বীন রশীন, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মুহাম্মদ আজিজুল করীম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১২