যুক্তরাষ্ট্রের নেভাদা অঞ্চলে দুর্ঘটনায় একটি মেডিক্যাল ফ্লাইটের রোগীসহ পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন। গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) উত্তরের পার্বত্য এলাকায় এ ঘটনা ঘটে। খবর এপি।


স্থানীয় কর্মকর্তারা জানান, প্রত্যন্ত এলাকায় ছোট উড়োজাহাজটি ভেঙে পড়ে। খবর পাওয়ার পর ধ্বংসাবশেষ খুঁজে পেতে ‍দুই ঘণ্টা সময় লাগে।


অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত এই আকাশযানে ছিলেন পাইলট, নার্স, প্যারামেডিক, রোগী ও তার স্বজন। দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মৃতদেহগুলো ভুক্তভোগীদের স্বজনরা শনাক্ত করেছেন বলে জানিয়েছে উড়ান সেবাদানকারী প্রতিষ্ঠান কেয়ার ফ্লাইট।


যুক্তরাষ্ট্র জুড়ে চলছে শীতকালীন ঝড়ের জরুরি অবস্থা। অবরুদ্ধ রয়েছে দেশটির বড় একটি অংশ। কোটির বেশি মানুষ পড়েছেন ভোগান্তিতে। নেভাদায়ও সেই পরিস্থিতি বিরাজ করছে। এই সময় দুর্ঘটনাটি ঘটল।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইআ-০২