ইয়ামাহা এমপিএল সিজন ১১ এর পঞ্চম দিনে গতকাল সোমবার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রথম সেমিফাইনাল শুরু হয় দুপুর ১২ টায়, মুখোমুখি হয় বিবিএ ফ্যালকনস এবং এসডাব্লিউই ডাইনামাইটস।
খেলায় বিবিএ ফ্যালকনস ১৩৮ রানের টার্গেট দাঁড় করায় এসডাব্লিউই ডাইনামাইটস এর সামনে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে ৭০ রানের জয় তুলে নিয়ে প্রথম ফাইনাল নিশ্চিত করে বিবিএ ফ্যালকনস। এ ম্যাচে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন সেবক পাল।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে নামে সিএসই থান্ডার্স এবং ডিপার্টমেন্ট অব ইংলিশ। এ খেলায় টুর্নামেন্টের সর্বনিম্ন রান ৫৫ করে ডিপার্টমেন্ট অব ইংলিশ।
পরে সিএসই থান্ডার্স কোন উইকেট না হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। বিজয়ী দলের আইকন খেলোয়াড় সুলতান মাহমুদ রাহী হন ম্যাচসেরা।
আজ মঙ্গলবার ফাইনালে দুপুর ১২টায় মুখামুখি হবে বিবিএ ফ্যালকনস এবং সিএসই থান্ডার্স।
প্রসঙ্গত, মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে প্রতি বছর এমপিএল ক্রিকেট লিগের আয়োজন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে