দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাবল হ্যাটট্রিক শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। এ ছাড়া ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ের রেকর্ডও আছে তাদের। এ থেকে বোঝা যায়, অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটে ভিত্তি কতটা গভীরে। কিন্তু সেই নারী ক্রিকেটের ঘরোয়া লিগে ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা।
অস্ট্রেলিয়ায় জাতীয় নারী ক্রিকেট লিগে রুদ্ধশ্বাস ম্যাচে তাসমানিয়া ১ রানে হারিয়েছে দক্ষিণ অস্ট্রেলিয়াকে। কিন্তু নাটকীয় সব ঘটনা ঘটে ম্যাচের শেষ ওভারে। জয়ের জন্য দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৪ রান। আর হাতে ছিল পাঁচটি উইকেট। যে কোনো পরিস্থিতিতে যে কোনো দলের জন্য এমন ম্যাচে জয় পাওয়া ডাল-ভাতের ব্যাপার। কিন্তু শেষ ওভারে ৫ উইকেটের সবকটি হারায় দক্ষিণ অস্ট্রেলিয়া। তাসমানিয়া জয় পায় ১ রানের।
অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে বৃষ্টিবিঘ্নিত ওয়ানডে ম্যাচে। শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে ম্যাচের নায়ক সারা কয়েট। প্রথম বলে দক্ষিণ অস্ট্রেলিয়া অ্যানি ও’নিলকে আউট করেন কয়েট। দুই বল পরে জেমা বার্সবিকে সাজঘরে ফেরান তিনি। তখনো জয়ের সুযোগ ছিল দক্ষিণ অস্ট্রেলিয়ার সামনে। তিন বলে দরকার ছিল ৩ রান।
সে পরিস্থিতিতে রানআউটের শিকার হন আমান্ডা জেড ওয়েলিংটন। এরপর এলা উইলসনকে এলবিডব্লিউ করেন কয়েট। এক বলে ৩ রানের প্রয়োজন হলে মাত্র ১ রান তুলতে পারে দক্ষিণ অস্ট্রেলিয়া। দ্বিতীয় রান নিতে গিয়ে আউট হন আনেসু মুশাঙ্গোয়ে। ফলে অবিশ্বাস্য এক হার নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ অস্ট্রেলিয়া।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০১
সূত্র : কালবেলা