সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১৬ মার্চ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত নারীসহ সাধারণ সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন একধিক প্রার্থী।
সিলেট সদর উপজেলার টুকের বাজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়বেন চা শ্রমিক নেতা রাজু গোয়ালা, আনারস প্রতীকে মো. সফিকুর রহমান, চশমা প্রতীকে রফিক আহমদ।
সিলেট সদর উপজেলার খাদিম পাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়বেন মো. নজরুল ইসলাম, ঘোড়া প্রতীকে বদরুল ইসলাম আজাদ, আনারস প্রতীকে মোঃ ছইদুর রহমান এনাম. বাইসাইকেল প্রতীকে জাতীয় পার্টি নেতা ইফতেখার আহমদ লিমন, অটোরিক্সা প্রতীকে মোহাম্মদ আবু সাইদ, মটর সাইকেল প্রতীকে মো. আব্দুল কাদির, চশমা প্রতীকে মো. মহি উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মো. রফিকুল ইসলাম।
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকে লড়বেন ইকলাল আহমেদ, চশমা প্রতীকে বর্তমান চেয়ারম্যান দিলোয়ার হোসেন।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০৯