ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত ইসলামিক ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলার উদ্যোগে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। 


মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হাজী রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।



ইসলামিক ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে, সাধারণ কেয়ারটেকার আব্দুল বাসিত ও ময়নুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান।


প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জুয়েল আহমদ।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের  শিক্ষক আব্দুল ওয়াহেদ,দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্য্যকরী সভাপতি কিবরিয়া আহমদ অপু,শিক্ষক ফরহাদ আহমদ,সুহেল আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে  তেলাওয়াত করেন মো. শিহাব উদ্দিন।
স্বাগত বক্তব্য রাখেন  সাহেদ আহমদ ও আব্দুল ওয়াদুদ চৌধুরী। 


প্রতিযোগিতায় দক্ষিণ সুরমার ১০ টি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৪