বৃত্তি প্রদান ও হিফজ সমাপনী ছাত্রদের যৌথ উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মাগরিবের পর এ দোয়া মাহফিল হয়।

এতে ৬ হাফিজ ছাত্রকে সম্মাননা ক্রেস্ট প্রদান ও ১৭ জন ছাত্রকে মেধা বিকাশে বৃত্তি প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জামেয়া দারুসসালাম খাসদবীর এর মুহতামীম ও শায়খুল হাদীস হজরত মাওলানা মুফতি ওলিউর রহমান।

উপস্থিত ছিলেন হজরত মাওলানা নিয়ামত উল্লাহ (খাসদবীর জামেয়া দারুসসালাম), হজরত মাওলানা নওফল আহমদ (ইমাম ও খতিব, কলবাখানি জামে মসজিদ এবং বাঘা মাদ্রাসার মুহাদ্দিস), ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, এড. আ. ওয়াছেহ চৌধুরী জুবের, ফজলুল্লাহ ফারুকী আদনান, শফিক আহমদ, শফিকুল ইসলাম, বশিরুল হক, ডা. ফয়েজ আহমদ, এহছান (প্রবাসী), আং রহমান চৌঃ খোকন। হাফিজ মাওলানা আল আমীন মাহফিল পরিচালনা করেন।

অতিথিরা মাদ্রাসার উন্নয়ন, লেখাপড়ার প্রশংসা করেন।

সবশেষে দোয়ার মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/পিডি/আরআই-কে