ফাইল ছবি

সিলেট মহানগরের বন্দরবাজারে এক সিএনজিচালিত অটোরিকশাচালকের কিল-ঘুষি ও লাথিতে আরেক চালকের মৃত্যু ঘটেছে। বুধবার (১ মার্চ) রাত ১০টার দিকে বন্দরবাজারস্থ সিলেট প্রধান ডাকঘরের সামনে রাস্তায় এ ঘটনা ঘটে।

‘ঘাতক’ অটোচালকের নাম আলমগীর হোসেন (৩৫)। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার কালিকুচ্চ গ্রামে। তিনি বর্তমানে সিলেট মহানগরের শাহজালাল উপশহরে থাকেন। 


আলমগীরের কিল-ঘুষি ও লাথিতে মারা গেছেন সিলেটের জালালাবাদ থানার কান্দিগাঁওয়ের আমিনুল ইসলাম (৩৪)। 

মারামারিতে নিহতের বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান- রাত ১০টার দিকে সিলেট প্রধান ডাকঘরের সামনে রাস্তায় ওই দুই অটোচালকের মাঝে প্রথমে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে একে অপরকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। এসময় আমিনুল  অজ্ঞান হয়ে পড়ে যান। 

খবর পেয়ে বন্দরবাজার ফাঁড়ির পুলিশ এসে আমিনুলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, পুলিশ আলমগীর হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে মারামারি কী কারণে হয়েছে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন ওসি আলী মাহমুদ। 


সিলেটভিউ২৪ডটকম / ডালিম