ফেঞ্চুগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন দৈনিক পুণ্যভূমি'র প্রকাশক ও সমাজসেবী এবং শিক্ষানুরাগী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী।
 

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি দোকান পরিদর্শনে যান তিনি।
 


এসময় ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা জানিয়ে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী বলেন, ফেঞ্চুগঞ্জবাসীর যেকোন দুর্দিন-দুঃসময়ে অতীতের ন্যায় আগামীতেও আমার সহযোগীতা অব্যাহত থাকবে। নিজ এলাকার মানুষের জন্য কাজ করার মতো তৃপ্তি আর কিছুতেই পাওয়া যায় না। নিজের দায়বোধ থেকেই আমি বারবার আপনাদের মাঝে ফিরে আসি।
 

তাৎক্ষণিকভাবে ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৮টি দোকানের স্বত্বাধিকারীগণকে ১৫ হাজার টাকা করে উপহার প্রদানের ঘোষণা করেন।
 

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া মাসুক, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, সহ সভাপতি ইকবাল খান, সহ সভাপতি বিলাল আহমদ, সাংবাদিক তারেক আহমদ, ব্যবসায়ী মোহাম্মদ আলী, সৈয়দ আহমদ, সংগঠক ওয়াহিদুল ইসলাম তফাদার প্রমুখ।
 

উল্লেখ্য, গত বুধবার রাত ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারের ৮টি দোকান অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়। এতে প্রায় আড়াইকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা যায়।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩০