ভিয়েতনামের জাতীয় পরিষদ নিশ্চিত করেছে, ভো ভ্যান থুয়ং দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। দুর্নীতিবিরোধী প্রচারণার মধ্যেই দেশটির শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এলো। খবর আল জাজিরা।
বৃহস্পতিবার বিশেষ একটি অধিবেশনে আইনপ্রণেতারা ৫২ বছর বয়সী ভো ভ্যান থুয়ংকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন। এর আগে বুধবার ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টি তাকে মনোনয়ন দেয়। ভিয়েতনামে প্রেসিডেন্ট পদটি বড় পরিসরে আনুষ্ঠানিক পদ। এ ছাড়া পদটি দেশটির শীর্ষ চারটি রাজনৈতিক পদের মধ্যে একটি।
জাতীয় পরিষদে মোট ৪৮৮ জন ডেপুটির মধ্যে ৪৮৭ জন থুয়ংকে ভোট দেন। রাষ্ট্র পরিচালিত ভিয়েত নাম নিউজ এই খবর জানিয়েছে।
ভিয়েতনামে রাজনৈতিক অস্থিরতার মধ্যে থুয়ংয়ের প্রেসিডেন্ট পদে নিয়োগ পেলেন। দেশটিতে সর্বক্ষমতার অধিকারী কমিউনিস্ট পার্টির দুর্নীতি নির্মূলের কাজ চলছে। দলগত কোন্দলে কয়েকজন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।
গেল জানুয়ারিতে ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়ান জুয়ান ফুক গেল জানুয়ারিতে পদত্যাগে বাধ্য হয়েছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-১৬