দক্ষিণ সুরমায় রয়েল সুপার পরিবহন ও সাগরিকা পরিবহনের ড্রাইভার ও হেলপারের মারামারির ঘটনা ঘটেছে। এঘটনায় সাগরিকা ড্রাইভার মো. হাসান আহমেদ (৪২) ও রয়েল সুপারের ড্রাইভার মো. শাহীন আলম (৩৭) আহত হন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার যাত্রী তোলাকে কেন্দ্র করে সাগরিকার ড্রাইভার কে মারধর করে, রয়েল সুপার পরিবহনের হেল্পার ও ডাইভার।  ব্রাহ্মণবাড়িয়ায় মারামারির ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ সুরমা উপজেলার কদম তলী কেন্দ্রীয় বাস টার্মিনালে সন্ধ্যা ৬টায় BRTC বাস কাউন্টার এর সামনে সাগরিকা পরিবহন এর ড্রাইভার ও হেলপার সিলেট সাগরিকা কাউন্টারে ফোন করলে সাগরিকার স্টাফগন রয়েল সুপার পরিবহনের ড্রাইভার ও হেলপার কে বি আরটিসি কাউন্টার এর সামনে মারধর করে। এঘটনায় স্থানীয় শ্রমিক নেতারা মিমাংশা করে দেন।


সিলেটভিউ২৪ডটকম/নুরুল/ইআ-০৬