৩নং ওয়ার্ডের সাগরদিঘীরপারস্থ মসজিদে এলাহিতে জুম্মার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আগামী সিসিক নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মেয়র পদে মনোনীয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী।
শুক্রবার (৩ মার্চ) ঐ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন তিনি।
নামাজ শেষে কুশল বিনিমিয় করে আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মেয়র পদে নির্বাচন করতে চান তিনি। সে জন্য মুসল্লিদের কাছে দোয়া ও সহযোগিতা চান। পাশাপাশি সিলেটকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে সকলের পাশে থেকে কাজ করে যাবেন বলে প্রতিশ্রতি ব্যক্ত করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোবাশ্বির আলী, কাউন্সিলর একে লায়েক, বদরুল ইসলাম লস্কর রাজু, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আবেদ হাসান, মকবুল আলী, সিলেট মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আবুল হাসনাত বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খাঁন জুয়েল, শাহ আলী, আতিকুর রহমান সাজ্জাদ আতিক, গুলজার আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০