বাঘাবাঘা কোচের ভিড়ে হঠাৎ করে ব্রাজিলের দায়িত্ব পাওয়াটা ছিল র‌্যামন মেনেজের জন্য চমক। তাই প্রথমবার দল ঘোষণাতে সবাইকে চমকে দিয়েছেন তিনি। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন র‌্যামন। সেখানে রয়েছেন তরুণ আর নতুন মুখের ছড়াছড়ি। আর ইনজুরির কারণে বাদ পড়েছেন নেইমার।

ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের বাছাই করা দলে ডাক পেয়েছেন নতুন ৯ জন ফুটবলার। যারা এখনো সিনিয়র পর্যায়ে খেলেননি। এদের মধ্যে লাতিন আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ব্রাজিল দলের পাঁচ খেলোয়াড় রয়েছেন। এই নতুন পাঁচ ফুটবলার ছাড়াও ডাক পেয়েছেন আন্দ্রে, জন গোমেজ, রাফায়েল ভেগা এবং রনির মতো উদীয়মান তারকারা।


কাতার বিশ্বকাপের পর চলতি মাসে আবারও মাঠে নামছে আন্তর্জাতিক দলগুলো। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইতালি, জার্মানির মতো ব্রাজিলও খেলবে প্রীতি ম্যাচ। ২৫ মার্চ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে খেলবে সেলেসাওরা। এর জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল।

তরুণদের জায়গা করে দিতে বাদ দেওয়া হয়েছে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে। সঙ্গে আরও বাদ পড়েছেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, পেদ্রো, রাফিনহা, অ্যালিসন, ফাবিনহো, ফ্রেড, ডানিলো, অ্যালেক্স স্যান্দ্রোর মতো তারকারা।

২৩ সদস্যের ব্রাজিল দল>>

গোলরক্ষক : এডারসন, মাইকেল, উইভারটন

ডিফেন্ডার : ইবানেজ, এডার মিলিতাও, মারকুইনহোস, রবার্ট রেনান, আর্থার, এমার্সন রয়্যাল, অ্যালেক্স টেলাস, রেনান লোডি

মিডফিল্ডার : আন্দ্রে, ক্যাসেমিরো, আন্দ্রে সান্তোস, জন গোমেজ, লুকাস পাকুয়েতা, রাফায়েল ভেগা

ফরোয়ার্ড : অ্যান্তোনি, রিচার্লিসন, রদ্রিগো, রনি, ভিনিসুয়াস জুনিয়র, ভিটোর রোকু।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে