জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মজুমদারপাড়া ঘাসিটুলা সিলেট এর আয়োজনে ইসলামি মহা সম্মেলন ও ২০২১-২০২২ শিক্ষা বর্ষের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ৫ম ও ৮ম শ্রেণীর এবং জমিয়তুল মাদারিস বাংলাদেশ এর ৬ষ্ট শ্রেণীর কেন্দ্রীয় ফাইনাল পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ন শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩ মার্চ) ইসলামি মহা সম্মেলন জামিয়া ময়দানে দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়।
বোর্ডের মহাপরিচালক ও জামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খুলকোররা মাওলানা মুজ্জাম্মিল হোসাইন চৌধুরীর’র সভাপতিত্বে ও বোর্ডের প্রচার-প্রকাশনা সম্পাদক ও জামিয়ার সহকারী শিক্ষা সচিব মাওলানা ক্বারী বিলাল আহমদ এবং শিক্ষা সচিব মাওলানা ক্বারী জাহাঙ্গীর আলম, মাওলানা হাফিজ ইকরামুল হক জুনাইদ এর যৌথ পরিচালনায় অনুষ্টিত ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিত আল্লামা খলীলুর রহমান পীর নেছারাবাদী, বরিশাল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভার্র্থখলা মাদ্রাসার প্রিন্সিপাল শায়েখ মজদুদ্দীন আহমদ, মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী, মাওলানা আবুল হাসান ফয়ছল, মাওলানা ক্বারী মুতিউর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, হাফিজ মাওলানা ছাইদুর রহমান, মাওলানা ক্বারী বাহা উদ্দিন বাহার, মাওলানা নাজিম উদ্দীন, মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল হুসাইনী, মাওলানা ক্বারী আছলাম রহমানী, মাওলানা ক্বারী আদিল হাসান আহমদী, মাওলানা ক্বারী মনিরুজ্জামান ও সুভেচ্ছা বক্তব্য রাখেন শাবি প্রবি এর প্রভেসর ড. মো: আতিউল্লাহ, বোর্ডের ইন্তেজামীয়া কমিটির সহ-সভাপতি আলহাজ্ব জাফর উদ্দিন চৌধূরী, মাওলানা তোফায়েল আহমদ সবুজ প্রমূখ।
মহা সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বোর্ডের শিক্ষাসচিব মাওলানা ক্বারী যুবাইর আহমদ, ফয়জুল হক জামে মসজিদের সহকারী সেক্রেটারী মো: আব্দুর রব, শেখ মো: মঈন উদ্দিন, মো: মঈন উদ্দিন, আতিকুর রহমান লিপু, মাষ্টার সামছুল ইসলাম, আব্দুর রাকিব, জামিয়ার শিক্ষক মাওলানা ক্বারী সিফাত উল্লাহ, মাওলানা ক্বারী ছাইদুর রহমান, মাওলান হাফিজ সামছুজ্জামান, মাওলান হাফিজ আব্দুল হান্নান, মাষ্টার অলিউর রহমান, মাষ্টার আল আমিন, মাস্টার রোমান আহমদ প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪