সিলেটের বিশ্বনাথে পৌর শহরের কারিকোনা গ্রামের পূর্বের মাঠে ‘৬ষ্ঠ সুহেল আহমদ চৌধুরী ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন করা হয়েছে।
 

শনিবার (৪ মার্চ) বিকেলে কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় এভারগ্রীন ফুটবল ক্লাব (জাঙ্গাইল) ১-০ গোলের ব্যবধানে শাহ সুলতানপুর স্পোটিং ক্লাব (থানাগাঁও)’কে হারায়।


উদ্বোধক হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
 

টুর্ণামেন্টে সিলেট জেলার বিভিন্ন উপজেলার ১৬টি ক্লাব অংশগ্রহন করেছে।

কারিকোনা গ্রামের প্রবীন মুরব্বী মফিজুর রহমানের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার একেএম তুহেম ও কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌরসভার প্যানেল মেয়র-৩ ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সুমন।
 

টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কারিকোনা গ্রামের মুরব্বী সিরাজ আলী, মতছির মিয়া, আমির আলী, মুক্তার আহমদ চৌধুরী, গৌছ আলী, ফিরোজ মিয়া, মর্তুজ আলী বেলন, ইলিয়াস আলী, আবদুল মতিন, জহুর আলী, আবুল কালাম আজাদ, বিশ্বনাথ দলিল লেখক সমিতির সাবেক সভাপতি কলমদর আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, বর্তমান কমিটির সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সাংবাদিক আক্তার আহমদ সাহেদ, মোশাহিদ আলী, বিশ্বনাথ পৌর ফুটবল এসোসিয়েশনের সভাপতি শিপন তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২৫