সিলেটে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব। জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ সরকারি কলেজ গেইটের সামনে থেকে গতকাল শনিবার রাতে তাকে আটক করা হয়।

আটক বেলাল আহমেদ (৪৩) ওই উপজেলার বাঘা ইউনিয়নের কালাকুনার মৃত আকমল আলীর ছেলে।


র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলাল আহমেদকে আটক করা হয়। তার কাছ থেকে ৫ হাজার ৫০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের সাথে বেলাল আহমেদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বেলালকে গোলপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে