ফাইল ছবি

গত এক বছর ধরেই ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিলো না সাদমান ইসলামের। অবশেষে চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তার ব্যাটে রানের ফোয়ারা। গত ম্যাচেই তিন অঙ্কের দেখা পেয়েছিলেন। এবার নিজেকে আরও ছাড়িয়ে গেলেন। আজ প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। বিসিএলের ফাইনালে বিসিবি মধ্যাঞ্চলের বিপক্ষে এই কীর্তি গড়েন বিসিবি দক্ষিণাঞ্চলের এই বাঁহাতি ওপেনার।
 

শনিবার থেকে শুরু হওয়া ফাইনালের প্রথম দিনই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাদমান। দিনশেষে তিনি ১৩০ রানে অপরাজিত থাকেন। সেই ইনিংসকেই আজ তিনি রূপ দেন ডাবল সেঞ্চুরিতে।


২৯৭ বলে ১৫০ স্পর্শ করেন। এরপর কাঙ্ক্ষিত ডাবল সেঞ্চুরিতে পা রাখেন ৩৯৪ বলে। মোহাম্মদ মিঠুনের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে খেলেন ৪৪৮ বলে ৩ ছক্কা ও ২৯ চারে ২৪৬ রানের ইনিংস। 

৯ বছরের ক্যারিয়ারে এর আগে ৭১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১১টি সেঞ্চুরি পেয়েছেন সাদমান। ৭২তম ম্যাচে পেলেন প্রথম ডাবল সেঞ্চুরির দেখা। 

এদিকে গত বছরও বাংলাদেশ টেস্ট দলের ওপেনার ছিলেন সাদমান। কিন্তু পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজে ভালো করতে না পারায় দল থেকেই বাদ পড়েন তিনি। এরপর চোটেও পড়েছিলেন সাদমান। 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৮