বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কাফনের কাপড় গায়ে আমরণ অনশন করছেন হুমায়ন আহম্মেদ রুমেল (৪০) নামের এক যুবক। রোববার সকাল ৯টার দিকে শহরের সাতমাথায় তিনি এ অনশন শুরু করেন।
রুমেল বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি চ্যানেল বগুড়া নামে ফেসবুক পেজের কন্টেন্ট ক্রিয়েটর।
হুমায়ন আহম্মেদ রুমেল জানান, ‘বগুড়ায় প্রতিবাদী এবং অলাভজনক কর্মকাণ্ড করে থাকি। জন্মের পর থেকে অনেক সরকার দেখেছি। সেটা আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টিই হোক। তবে বগুড়ার সঠিক উন্নয়ন কিন্তু কেউ করেননি। দেশের অন্যান্য জায়গায় উন্নয়ন হয়েছে। সেই তুলানায় উন্নয়নের দিক থেকে বগুড়া অনেক পিছিয়ে। ’
তিনি আরও বলেন, ‘বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে খেলা না হলেও একটা আশার জায়গা ছিল। স্টেডিয়াম লাইফ সাপোর্টে ছিল। খেলা হচ্ছিল না। তারপরও শান্ত্বনা ছিল বগুড়ায় একটি স্টেডিয়াম এখনও টিকে আছে। একদিন না একদিন খেলায় ফিরবে। কিন্তু যখন এর আনুষ্ঠানিক মৃত্যু ঘটে গেলে একেবারে সবকিছু নিয়ে গেলো। এখানকার কর্মকর্তারা প্রত্যাহার হলো, যন্ত্রপাতি প্রত্যাহার হলো, এমনকি মাঠের সীমানার দঁড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হল। তখন মনে হল আমাদের গর্বের জায়গা আর কিছুই থাকলো না। ঠিক তখন আমার কাছে মনে হয়েছে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এবং আমার পক্ষেই এটা সম্ভব। অনশন সবাই পারে না। ধৈর্য্য সবার নেই। আমি এটা পারবো। বিশ্বের বিভিন্ন দেশে অনশন করে অনেক কিছুই বাস্তবায়ন করা হয়েছে। মূলত সে লক্ষ্যে আমার এ অনশন। তবে আমি যদি এটা করতে পারি তবেই এই দাবি বাস্তবায়ন করা সম্ভব।’
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৯