সিলেট মহানগরে সোমবার (৬ নভেম্বর) আধা ঘণ্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি দুপুর ১২টায় মহানগরের সরদা হল সংলগ্ন পীর হাবিবুর রহমান পাঠাগারের সামনে, আরেকটি সাড়ে ১২টায় জিতু মিয়া পয়েন্টে। 

এ দুই দুর্ঘটনায় কারো প্রাণহানি না ঘটলেও গুরুতর আহত হয়েছেন দুজন। তারা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে সিলেট সার্কিট হাউজের সামন থেকে জেলা প্রশাসনের অবৈধ পার্কিং উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় একটি পিকআপ বন্দর হয়ে কাজিরবাজারের দিকে দ্রুতগতিতে যাচ্ছিলো। সরদা হল সংলগ্ন পীর হাবিবুর রহমান পাঠাগারের সামনে গেলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশাকে ধাক্কা দিয়ে বেপরোয়া পিকআপ একটি মোটরসাইকেলকেও ধাক্কা দিয়ে ওখানে দাঁড়ানো একটি লেগুনার নিচে ঢুকিয়ে দেয়। এতে মোটরসাইকেল চালক হৃদয় আহমদের দুই পা ভেঙে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হৃদয় আহমদের বাসা সুবিদবাজার বলে জানা গেছে।

এ ঘটনায় পিকআপ চালককে আটক করেছে পুলিশ। 

এদিকে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরের জিতু মিয়া পয়েন্টে একটি ইটভর্তি পিকআপ রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা চালক গুরুতর আহত হন। রিপন মিয়া (৫০) নামের এ রিকশাচালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।  

জানা যায়, ইটভর্তি পিকআপটি দক্ষিণ সুরমার তেতলিতে যাচ্ছিলো। জিতু মিয়ার পয়েন্ট দিয়ে যাওয়ার সময় লামাবাজারের দিকে যাওয়া একটি রিকশাকে চাপা দেয়। এসময় রিকশাচালক রিপন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রিপনের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে।

এ ঘটনায়ও পিকআপ চালক আজিম উদ্দিনকে আটক করে নিয়ে যায় কোতোয়ালি থানাপুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ সিলেটভিউ-কে বলেন- দুই পিকচালককেই আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সিলেটভিউ২৪ডটকম / নুরুল / ডালিম