সিলেট-ঢাকা মহাসড়কে ফের ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। এতে একজনের প্রাণহানি ঘটেছে।
মহাসড়কের হবিগঞ্জে মাধবপুরে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজ এলাকায় সোমবার (৬ মার্চ ) সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে মিন্নত আলী (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল সাড়ে ৬টা দিকে মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের সামনে ঢাকা মেট্রো ট-২০-০১৮৬ নাম্বারের একটি ট্রাক পথচারী মিন্নত আলীকে ধাক্কা মেরে ব্রিজের রেলিংয়ের উপর উঠে যায়। এতে পথচারী মিন্নত আলী ঘটনাস্থলেই নিহত হন। তিনি মিন্নত আলী মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত আক্তার মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং ট্রাককে জব্দ করা হয়েছে। তবে চালক বা তার সহকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।
সিলেটভিউ২৪ডটকম / শামিম / ডি.আর