সিলেটের গোয়াইনঘাটে দশ জুয়াড়িকে আটক করেছে থানাপুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আলীরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় জুয়া খেলায় ব্যবহৃত চার বান্ডিল কার্ড ও নগদ দুই হাজার ৯১০ টাকা জব্দ করা হয়।
সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া অফিসার (ফোকাল পয়েন্ট কর্মকর্তা) শ্যামল বণিক জানান, রবিবার রাত সাড়ে ৭টার দিকে গোয়াইনঘাট থানাপুলিশের একটি দল গোয়াইনঘাটের পুর্নানগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে খেয়াঘাটের পাড়স্থ আব্দুল মনাফের চায়ের দোকানের ভিতর থেকে জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে আটক করে।
আটককৃতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার আল আমিন (২৫), রুবেল আহমদ (৩০), গৌছ উদ্দিন (৩২), সমছু উদ্দিন (২৮), শামীম আহমদ (৩৫), আব্বাছ আলী (৩৫), আলিম উদ্দিন (৩০), মাসুক আহমদ (৩৮), জিয়াউর রহমান (২৫) ও আব্দুল মনাফ
(৫৫)।
এসময় তাদের কাছ থেকে চার বান্ডিল প্লেইং কার্ড ও নগদ দুই হাজর ৯১০ টাকা জব্দ করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ সোমবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০১