দিনাজপুরে শাহরিন আলম বিপুল (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০৬ মার্চ) দুপুরে জেলা স্টেডিয়ামের গ্যালারির সিঁড়ির নিচের ময়লার স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার (০৪ মার্চ) সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহত শাহরিন আলম সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি দিনাজপুর সিটি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের বড় ভাই শাহরিয়ার বাপ্পি বলেন, শনিবার (০৪ মার্চ) সকালে শাহরিন ওষুধ কিনতে বাসা থেকে বের হয়। এরপর আর বাসায় ফিরেনি। পরে তো আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। গতকাল রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করি। আর আজকে এখানে তার মরদেহ পাওয়া যায়।
এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বলেন, স্থানীয়দের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে শাহরিন আলমের মরদেহ উদ্ধার করি। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-৪
সূত্র : বাংলা নিউজ