শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে। সোমবার (৬মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদেরকে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 
 

পুরস্কার প্রদানের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খেলাধুলা আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় চেষ্টা করে যাচ্ছে। কারন খেলাধুলা শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ সকলের শারীরিক ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে আসছে। 


খেলাধুলার আয়োজনে 'অর্থ বরাদ্ধের' ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময় 'উদার' বলে 'আশ্বাস' দেন উপাচার্য। এছাড়া দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা শৃঙ্খলারসহিত আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, শাবির বিভিন্ন অনুষদের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান,  আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম, ক্রীড়া উপ কমিটির আহ্বায়ক ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়াসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। 

এদিকে, এবারের প্রতিযোগিতায় চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দৌড়, ট্রিপল জাম্প, উচ্চ লাফ, দীর্ঘ লাফসহ ছেলেদের ১২টি এবং মেয়েদের ৯টিসহ মোট ২১টি ইভেন্ট ছিল। 

এছাড়াও শিক্ষক-কর্মকর্তাদের জন্য বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয়। প্রতিযোগিতার আয়োজক হিসেবে ছিল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর। এতে বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগের শিক্ষার্থীরা অংগ্রহণ করেছেন।

শিক্ষার্থীদের প্রতিযোগিতায় ছেলেদের বিভিন্ন ইভেন্টে পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের আবু ইউসুফ এবং মেয়েদের বিভিন্ন ইভেন্ট ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সাইন্স বিভাগের  রায়হান ফেরদৌস  চ্যাম্পিয়ন হয়েছেন। 
 


সিলেটভিউ২৪ডটকম/নোমান/পল্লব-১৪