বিশ্ব শান্তির মঙ্গল কামনায় প্রতি বছরের মতো এবারও শাল্লা উপজেলায় সুখলাইন গ্রামবাসীর উদ্যোগে অষ্ট প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২০ ফাল্গুন সন্ধ্যায় কীর্তন মন্ডপে পবিত্র শ্রীমদ্ভাগবদ গীতা পাঠের মধ্য দিয়ে শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের শুভারম্ভ হয়।
পবিত্র শ্রীমদ্ভাগবদ গীতা পাঠ করেন মুক্তারপুর আখড়ার বৈষ্ণব শ্রী গোপাল মন্থ।
রাত ৮টায় শুভ অধিবাসের কীর্তন পরিবেশনা করেন শ্রী সঞ্জয় পাল।
২১ ফাল্গুন সোমবার সুর্যোদয়ের সাথে সাথে অষ্ট প্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের শুভারম্ভ হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৪টি কীর্তনীয়া দল- শ্রী শ্রী কৃষ্ণপ্রিয়া সম্প্রদায় (জাফলং-সিলেট), শ্রী বৈষ্ণব সম্প্রদায় (শাল্লা-সুনামগঞ্জ), শ্রী কৃষ্ণ গোপাল সম্প্রদায় (জামালগঞ্জ-সুনামগঞ্জ), শ্রী হরি ওম সম্প্রদায় (শাল্লা-সুনামগঞ্জ) হরিনাম সংকীর্তন পরিবেশন করেন।
২২ ফাল্গুন মঙ্গলবার দধি ভাঙ্গনের মধ্য দিয়ে অষ্ট প্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের পরিসমাপ্তি হবে।
সুখলাইন গ্রামের শ্রী শ্রী হরিনাম সংকীর্তন কমিটির সভাপতি গুরুপ্রসাদ দাশ (আখল) বলেন, আমরা সকলের মঙ্গল কামনায় এই হরিনাম সংকীর্তন প্রতি বছর দিয়ে থাকি।
হরিনাম সংকীর্তন কমিটির সাধারণ সম্পাদক সুদিন দাশ বলেন, আমাদের গ্রামের এই কীর্তন অনেক পুরোনো দিনের। ঈশ্বর যেন সবার ভাল করেন এই উদ্দেশ্যে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান প্রতি বছরই আয়োজন করি।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে হরিনাম সংকীর্তন শ্রবণ করেন।
হরিনাম সংকীর্তনে ভক্তবৃন্দকে আপ্যায়নের উদ্দেশ্যে মহাপ্রসাদের আয়োজন করেন সুখলাইন গ্রামের হরিনাম সংকীর্তন কমিটির সাধারণ সম্পাদক সুদিন দাশ।
সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-১৮