প্রবাসী নির্ভর সমাজসেবী সংগঠন ‘জকিগঞ্জ ইউনাইটেড এসোসিয়েশন’র ২০২৩-২০২৬ সেশনের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
 

সোমবার অনলাইনে সংগঠনের সাধারণ পরিষদের এক সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সাবেক উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী শাহিন রশীদ এ কমিটি ঘোষনা করেন।
 


সংগঠনের প্রতিষ্টাতা যুগ্ম আহবায়ক ও সাবেক সভাপতি মাওলানা মো. কামরুল ইসলামকে সভাপতি, প্রতিষ্টাতা আহবায়ক সদস্য ও সাবেক সহ সাধারণ সম্পাদিকা রুলী চৌধুরীকে সাধারণ সম্পাদিকা, প্রতিষ্টাতা যুগ্ম আহবায়ক ও সাবেক কোষাধ্যক্ষ সোহেল আহমদ রাহেলকে কোষাধ্যক্ষ এবং প্রতিষ্টাতা আহবায়ক সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম লস্করকে পুনরায় সাংগঠনিক সম্পাদক করে ৮২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
 

নেতৃবৃন্দ বলেন, ঐক্য ন্যায় ও সততার সাথে, এগিয়ে চলি একসাথে এই স্লোগানকে ধারণ করে আগামী তিন বছর এ কমিটি সংগঠনের সার্বিক কর্মকান্ড চালিয়ে যাবে।
 

নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা ছিলেন- সংগঠনের সাবেক উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, প্রতিষ্টাতা যুগ্ম আহবায়ক ও সাবেক উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কামাল হোসেন, প্রতিষ্টাতা আহবায়ক ও সাবেক সহ সভাপতি যুক্তরাজ্য প্রবাসী এসি আজাদ চৌধুরী এবং প্রতিষ্টাতা যুগ্ম আহবায়ক ও সাবেক সহ সভাপতি ফ্রান্স প্রবাসী মাওলানা মো. আব্দুল করিম।
 

উল্লেখ্য, জকিগঞ্জের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে কাজ করার পাশাপাশি সামাজিক উন্নয়নে ভুমিকা রাখার লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত জকিগঞ্জের প্রবাসীদের সমন্বয়ে ২০১৯ সালে যাত্রা শুরু করে সংগঠনটি। প্রতিষ্টার পর থেকে অসহায় মানুষের জন্য এ সংগঠন বছরে অন্তত তিনটি খাদ্য ও আর্থিক সহায়তা কর্মসূচী পালন করে আসছে। করোনা, বন্যা সহ সকল প্রাকৃতিক দুর্যোগে এ সংগঠনের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। যখনই প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে এ সংগঠন এগিয়ে এসেছে। বৃক্ষ রোপন কর্মসূচীর মাধ্যমে গোটা উপজেলার মসজিদ সমুহে বৃক্ষচারা বিতরণের মাধ্যমে সংগঠনটি আলোড়ন সৃষ্টি করে।
 

উপজেলার গুরুত্বপূর্ণ ও বিশেষ ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিবর্গের কর্মের স্বীকৃতি সরুপ এ সংগঠন নিয়মিত সংবর্ধনা প্রদান অনুষ্টান আয়োজন করে থাকে।
 

শিক্ষা বিস্তার, বেকারত্ব দুরিকরণ এবং বিধবা/স্বামী পরিত্যাক্তা নারীদের উন্নয়নে কাজ করার বিশদ পরিকল্পনা নিয়ে এ কার্যকরী কমিটি কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। নিবেদিত প্রাণ রেমিটেন্স যুদ্ধাদের এ সংগঠনের সদস্যদের মাতৃভূমির প্রতি অকৃত্রিম টান সত্যিই প্রশংসার দাবি রাখে।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৯