সিলেট মহানগরে ফের অগ্নিকাণ্ড ঘটেছে। মহানগরের আম্বরখানা বড়বাজার এলাকার গোয়াইপাড়ায় সোমবার (৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। 
 
স্থানীয়রা জানান- রাত পৌনে ৯ টার দিকে গোয়াইপাড়ার সেলিম মিয়ার কলোনির পার্শ্ববর্তী মল্লিকা-৫২ নং রাশেদ আহমদের বাসার কয়েকজন শিশু তারাবাতিতে (ফুলঝরি) আগুন ধরিয়ে খেলছিলেন। এসময় জ্বলন্ত একটি তারাবাতি উড়ে গিয়ে একটি গাছের  শুকনো পাতায় পড়ে এবং মুহুর্তেই দাউ দাই করে আগুন জ্বলে উঠে।

গাছে আগুন দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন এবং ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। পাশাপাশি স্থানীয়রা নিজেদের বাসার বৈদ্যুতিক সুইচ বন্ধ করে গাছে পানি ছুঁড়ে মারতে থাকেন। এতে আগুন নিয়ন্ত্রণে আসে। 


এদিকে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তালতলা স্টেশনের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে অবশিষ্ট আগুন নেভায়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বেলাল আহমদ সিলেটভিউ-কে বলেন- অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম / নুরুল / পল্লব-১৭