সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে সবশেষ ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারাল টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলায় সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৪৬ রান করে ইংল্যান্ডকে ৫০ রানে হারায় বাংলাদেশ।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব আল হাসান। তার ব্যাটে বলের নৈপুণ্যে জয় পায় টাইগাররা।
দলের জয়ে ব্যাট হাতে ৭১ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৭৫ রান করেন সাকিব। আর বল হাতে ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেন সাকিব।
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার জয়ের পর খেলা শেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বলেন, গত পাঁচ থেকে সাত বছরে আমরা ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলেছি। ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের শঙ্কায় ছিলাম। সেই অবস্থা থেকে দারুণভাবে কামব্যাক করে জয় পেয়েছি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/পল্লব-২৫