দেশের ন্যায় সিলেটের জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৭ই মার্চ৷ 

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্সে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জ অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সুচনা করা হয়৷ 


 

উপজেলা প্রশাসনের পক্ষ হতে পুষ্পাঞ্জ অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগ নেতা হাসিনুল হক হুসনু, সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, নিজপাট ইউপির সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, সারকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ৷

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়৷ আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে অনুষ্টিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়৷ 

 

সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/নাজাত-০১