যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি। সিলেট জেলা প্রশাশকের কার্যালয়ের সম্মুখে স্হাপিত বঙ্গবন্ধুর মোরালে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেটের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার সকাল সোয় ৯ টায় শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমাদ, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটি সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সাধারণ সম্পাদক শহীদ পরিবারের সন্তান এডভোকেট শামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক মনোজ কপালী মিন্টু, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, বীর মুক্তিযোদ্ধা পান্না লালা রায়, প্রচার সম্পাদক, মোয়াজ্জেম হোসেন বিশ্বাস পারভেজ, এডভোকেট একরামুল হাসান শিরু, বীর মুক্তিযোদ্ধা বাবুল মিয়া, শাহজাহান মিয়া প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৮