হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বানিয়াচং আইডিয়েল কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১০ টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও ছড়া পাঠ এবং কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়।
কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জসিম উদ্দিনের পরিচালনায় এবং অধ্যক্ষ ফরিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কলেজ গভর্ণিং বডির সভাপতি ও বানিয়াচং ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের ৭ বারের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া।
ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে ভাষণ প্রতিযোগিতা, ছড়া ও কবিতা পাঠ এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন প্রভাষক অরুপ কুমার দাশ, পূর্ণিমা ভট্টাচার্য, রনজিৎ কুমার দাশ, মাকসুদা ফয়জুন্নেছা, আমিরুল ইসলাম এবং মৌসুমী আঁখি প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ফরিদ হোসেন বলেন, “বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উজ্জীবিত হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েন বীর বাঙালিরা। মূলত এ ভাষণের মাধ্যমেই স্বাধীনতার বীজ বপন করা হয়েছিল বাঙালির হৃদয়ে। আজ সেই ভাষণ সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে।”
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জোবায়ের আহমেদ এবং পবিত্র গীতা পাঠ করেন বিশাল চন্দ্র দাশ।
সিলেটভিউ২৪ডটকম/জসিম/এসডি-০৪