সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার (৭ মার্চ) সকালে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ৮০ জন গরীব-অসহায় পরিবারের সদস্যদের মধ্যে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। হিকমাহ ইসলামিক একাডেমি ও দারুল হিকমাহ এতিমখানা প্রাঙ্গণে যুক্তরাজ্য প্রবাসী মরহুম আলহাজ্ব সুন্দর আলী’র পরিবারের পক্ষ থেকে ওই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি- ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি ছানা, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ২ লিটার তেল ও ৫০০ গ্রাম খেঁজুর।
দারুল হিকমাহ ইসলামিক একাডেমি ও দারুল হিকমাহ এতিমখানার সভাপতি আব্দুল রউফের সভাপতিত্বে ও প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহীম’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাথেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী। বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নান, আহাদ নাসিম রেজা, তৈমুছ আলী, সেলিম আহমদ, মাওলানা ছাদিক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন আজিজনগর গ্রামের মুরব্বি ইয়াদ আলী, মনির উদ্দিন, আফিজ আলী, সংগঠক বাদশা মিয়া, আব্দুল হাই, আব্দুল সালাম সুতিন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/পল্লব-২৮