মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস মিউজিকেল ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছর এই কমিটি দায়িত্ব পালন করবে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা এই তথ্য জানিয়েছে। 
 

ক্লাবের প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান তানভীর এমও রাহমান চৌধুরী।এছাড়া উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন সায়মন ইসলাম, দেবপ্রিয় শুভ। 


কমিটিতে মোঃ ফাহমিদুর রহমান প্রিয়ানকে সভাপতি ও সানি মালিককে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির সহ-সভাপতি চিন্ময় দেব রাহুল, নাবিল চৌধুরী, আজহারুল ইসলাম প্লাবন, মিলন তালুকদার, নওসিন, জুয়াইরিয়া জুই,
আলীরাজ, ফারিন, সুমাইয়া ওয়াহিদ।

কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম রাফি, মোঃ ইফাদুর রহমান রোহান, নাইম আবদুল্লাহ,রাইয়া লাইস, স্রায়ন্টি সরকার থিয়া, সানজিদা ইসলাম মাহি, তাহমিনা সাদাপ, নুজহাত তাবাসুম।

সাংগঠনিক সম্পাদক সৌমিক নুর, সহকারী সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান, ইয়াসিন, পিনাক ও সিজান বাস্ক।
মহিলা সাংগঠনিক সম্পাদক মাহাজাবিন শ্রাবণী, সহকারী সাংগঠনিক সম্পাদক ফাহমিদা মাহমুদ, মেহনাজ রহমান ফাইজা, সাদিয়া মেহজাবিন, আফরিন জাহান, অর্পা মল্লিক শ্রাবনি, এবং শিলপা দাশ।

কোষাধ্যক্ষ রাজন কান্তি তালুকদার, যুগ্ম-কোষাধ্যক্ষ আকরাম রসিদ এবং হাদি উল নাহিয়ান চৌধুরী। ব্যান্ড লিডার নাহাদ আল নাইম। সহকারী ব্যান্ড লিডার জয়তিরময় রাজ হৃদয়। ব্যান্ড ম্যানেজার নাসিম, সহকারী ব্যান্ড ম্যানেজার রাজ কমল দেব। প্রচার সম্পাদক মারজান চৌধুরী, সহ-প্রচার সম্পাদক আহাদ জীবন, জুবায়ের আহমদ, রনি ইসলাম, রাহাত নুর, রিয়াদ চৌধুরী, ফায়েজ আহমদ, তাওহীদ ইমরোজ,  জারিন তাসনিম খান, ঝরনা দাস। 

সিনিয়র নির্বাহী সদস্য নুর মুহাম্মদ মারজান, আহমেদ মাসুম, হাইদের অন্তর, আব্দুল্লা আল হাদি মাহদি, নিজাম রাহমান, রিপন আহমেদ, মুয়ায্যেম খান সামি, বেপ্রজিত দেয় সইকত, তাস্নিম শাহ্ রিয়ার, আগ্নিলা রয় প্রমি, নাযিফা তাস্নিম, ছিন্ময়েএ দত্ত, আদ্রিযা সেনাপতি, ফাতেহা জান্নাত, তানিমা তাযিন। দাপ্তরিক ফটোগ্রাফার ফাহি অভি, মোসারফ মোসা, দিব্যা শিনহা। তানজির আহমদ মাহিন, আই টি ব্যবস্থাপক পল্লব দে, আব্দুল্লাহ আমীন চৌধুরী, তাহমিদ অন্তর, মাহমুদ শাকিব।

এছাড়াও গার্লস নির্বাহী সদস্য ৩২ জন এবং বয়েজ নির্বাহী সদস্য ৬০ উক্ত কমিটিতে রয়েছেন।
 


সিলেটভিউ২৪ডটকম/আরআইকে/পল্লব-৩০