সিলেট মহানগরের কালিঘাট এলাকার কামালগড়ের ১৩২ নং বাসা থেকে মঙ্গলবার (৭ মার্চ) রাতে খালেদ আহমদ (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করে কোতোয়ালি থানাপুলিশ। 

 


নিহত খালেদ পেশায় ইলেক্ট্রিক মিস্ত্রি ছিলেন, তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের মৃত মাসুক মিয়ার ছেলে। 

পরিবারে বরাত দিয়ে পুলিশ জানায়, খালেদ মানসিকভাবে অবসাদগ্রস্থ ছিলেন। ছয় বছর আগে তার ভাই মারা যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পরেন। কামালগড়ের ঐ বাসায় তিনি একাই থাকতেন। 


সিলেট কোতোয়ালি মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ সিলেটভিউকে জানান, লাশ উদ্ধারের সময় খালেদের কানে হেডফোন লাগানো ছিলো। পরিবার বলছে তিনি মানসিকভাবে অসুস্থ ছিল। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। প্রাথমিকভাবে পুলিশ ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। নিহতের ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

 

সিলেটভিউ২৪ডটকম / নাজাত-০৫